ঢাকা, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
Sharenews24

গাজায় জিম্মিদের ২০ জানুয়ারির মধ্যে মুক্তির হুঁশিয়ারি ট্রাম্পের

২০২৪ ডিসেম্বর ০৩ ১১:৩৭:০২
গাজায় জিম্মিদের ২০ জানুয়ারির মধ্যে মুক্তির হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ২০ জানুয়ারির মধ্যে গাজায় হামাসের হাতে থাকা সব জিম্মিকে মুক্তি দিতে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আনাদোলু এজেন্সির খবরে এ কথা বলা হয়ে।

সোমবার (২ ডিসেম্বর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “আমি আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত না দেওয়া হয়, তাহলে মধ্যপ্রাচ্যে এবং মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের গুরুতর সমস্যা হবে।”

পোস্টে তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্রের দীর্ঘ ও বহুতল ইতিহাসে যে কেউ আঘাত করেছে তার চেয়ে দায়ীদেরকে আরও বেশি আঘাত করা হবে। এখনই জিম্মিদের মুক্তি দিন!”

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে নিহত হন ১ হাজার ২০৮ জন। হামাসের হাতে জিম্মি হন আরও ২৫১ জন। তাদের অনেকেই মারা গেছেন। কয়েকজনকে মুক্তি দেওয়া হয়েছে।

এস/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে