ঢাকা, রবিবার, ৩১ আগস্ট ২০২৫
Sharenews24

বুধবার সকাল থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : বাইডেন

২০২৪ নভেম্বর ২৭ ০৯:১৫:০০
বুধবার সকাল থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর : বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, লেবানন যুদ্ধবিরতি চুক্তি বুধবার সকাল থেকে কার্যকর হবে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি সম্মত বলার পর এই মন্তব্য করেন তিনি।

এর আগে মঙ্গলবার জানা যায়, নেতানিয়াহুর মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন করেছেন।

হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার পরে বাইডেন বলেছেন, স্থানীয় সময় ভোর ৪টায় যুদ্ধবিরতি শুরু হবে।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে দশজন মন্ত্রী পক্ষে ও একজন বিপক্ষে ভোট দিয়েছেন।

গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ২০২৩ সালের ৮ অক্টোব থেকে, হিজবুল্লাহর নেতৃত্বাধীন বাহিনী প্রায়-দৈনিক সীমান্তে ইসরাইলি সম্প্রদায় এবং সামরিক পোস্টগুলোতে আক্রমণ করেছে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে দুপক্ষের হামলার তীব্রতা বাড়ে।

হামাসের ৭ অক্টোবরের হামলার পরপরই, হিজবুল্লাহর একই ধরনের হামলা ভয়ে লেবানন সীমান্তের উত্তরাঞ্চলীয় শহরগুলো থেকে প্রায় ৬০ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে ইসরাইল। সে সব বাস্তচ্যুত বাসিন্দাদের এখনো ঘরে ফেরাতে পারেনি বেনিয়ামিন নেতানিয়াহু সরকার।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে