ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

শব্দের চেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত : পুতিন

২০২৪ নভেম্বর ২৩ ১১:২২:১০
শব্দের চেয়ে দ্রুত গতির ক্ষেপণাস্ত্র প্রস্তুত : পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, শব্দের চেয়ে দ্রুতগতির এবং বাধা দেওয়া যায় না এমন ক্ষেপণাস্ত্র প্রস্তত আছে। ইউক্রেনের দিনিপ্রো শহরে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিলেন পুতিন।

শনিবার (২৩ নভেম্বর) বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অনির্ধারিত এক টেলিভিশন ভাষণে পুতিন এ হুমকি দেন।

শুক্রবারের ওই ভাষণে তিনি বলেন, ‘ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়ে যেতে পারে।’ যা উৎপাদনের নির্দেশ দিয়েছেন তিনি।

ইউক্রেন সম্প্রতি মার্কিন সরবরাহ করা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বিশ্ব নেতাদের সরব হওয়ার আহ্বান জানিয়েছেন এবং পশ্চিমা মিত্রদের কাছে আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও চেয়েছেন তিনি।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে