ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

মার্কিন ঘুষ ও জালিয়াতি মামলায় বিপাকে গৌতম আদানি

২০২৪ নভেম্বর ২২ ২৩:২৩:৫৫
মার্কিন ঘুষ ও জালিয়াতি মামলায় বিপাকে গৌতম আদানি

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় শিল্পপতি আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি কর্মকর্তাদের ২ হাজার ২৯ কোটি রুপি ঘুষের প্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে।

এ অভিযোগে গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি, দুজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। গত বুধবার (২০ নভেম্বর) মার্কিন আদালত গৌতম আদানিকে অভিযুক্ত করে।

হিন্দুস্তান টাইমস ও আল জাজিরা জানয়েছে, মার্কিন বিচার বিভাগ (ডিওজে) অভিযোগ করেছে, সৌর বিদ্যুৎ সরবরাহের একটি লোভনীয় কাজ পেতে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ প্রদান করেছেন গৌতম আদানি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এদিকে ভারতের শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর আফ্রিকার দেশ কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন।

আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে এক দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল।

চুক্তি অনুযায়ী, তারা সেটি ৩০ বছরের জন্য পরিচালনা করবে। এ ছাড়া দেশটির বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে ৭৩৬ মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল।

মামুন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে