ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন

২০২৪ নভেম্বর ১৯ ১৮:২২:২২
পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিধি বাড়ালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার বিধির পরিধি বাড়িয়েছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন তিনি। ইউক্রেনে হামলার এক হাজারতম দিনে পুতিন এই ডিক্রিতে স্বাক্ষর করেন।

পুতিন এমন সময় এই পদক্ষেপ নিলেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে রাশিয়ার অভ্যন্তরে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিল।

নতুন পারমাণবিক বিধিতে বলা হয়েছে, পারমাণবিক শক্তি রয়েছে এমন রাষ্ট্রের সমর্থনে এমন কোনও রাষ্ট্র যার পারমাণবিক সক্ষমতা নেই, সেটি রাশিয়ার ওপর হামলা চালালে তার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কথা বিবেচনা করা হবে।

এদিন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, “একটি পারমাণবিক রাষ্ট্রের অংশগ্রহণের সাথে একটি অ-পারমাণবিক রাষ্ট্রের আগ্রাসনকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হয়। বর্তমান পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের নীতিগুলো পরিবর্তনের প্রয়োজন ছিল।”

তিনি জানান, “রাশিয়া ‘সব সময় পারমাণবিক অস্ত্রকে প্রতিরোধের উপায় হিসেবে দেখেছে। রাশিয়া যদি প্রতিক্রিয়া জানাতে ‘বাধ্য’ মনে করে তবেই সেগুলো মোতায়েন করা হবে।” সূত্র: রয়টার্স

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে