ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

১৬ দিনে প্রবাসীরা পাঠিয়েছে ১৫ হাজার কোটি টাকা

২০২৪ নভেম্বর ১৮ ১০:৫৯:২৩
১৬ দিনে প্রবাসীরা পাঠিয়েছে ১৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক : চলতি নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২৫ কোটি ৫১ লাখ ৩০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ১৫ হাজার ৬২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এই পরিমাণ রেমিট্যান্স আসার কথা জানা গেছে।

১৬ দিনে আসা ১২৫ কোটি ৫১ লাখ ডলারের মধ্যে রাষ্ট্র মালিকানা ব্যাংকের মাধ্যমে এসেছে প্রায় ৪২ কোটি ৭ লাখ ডলার। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে একটি ব্যাংকের (কৃষি ব্যাংক) মাধ্যমে এসেছে ৮ কোট ১৪ লাখ ৬০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৭৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে ৩২ লাখ ২০ হাজার ডলার।

এর আগে অক্টোবরে ২৪০ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৮ লাখ ডলার, জুলাইয়ে ১৯০ কোটি ডলার পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা।

এছাড়া জুনে রেমিট্যান্স এসেছিল ২৫৪ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। তার আগের মাস মে মাসে আসে ২২৫ কোটি ৩৮ লাখ ডলার। এছাড়া এপ্রিলে ২০৪ কোটি ৪২ লাখ, মার্চে ১৯৯ কোটি ৭০ লাখ, ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৪৫ লাখ এবং জানুয়ারিতে ২১১ কোটি ৩১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে