ঢাকা, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
Sharenews24

করাচি থেকে জাহাজে যে পণ্য এলো চট্টগ্রামে

২০২৪ নভেম্বর ১৭ ১৩:১৯:৩৫
করাচি থেকে জাহাজে যে পণ্য এলো চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক : পাকিস্তানের করাচি থেকে প্রথমবার চট্টগ্রাম বন্দরে নোঙর করা কনটেইনারবাহী ‘এমভি ইউয়ান জিয়ান ফা ঝং’ নামের জাহাজটি এসেছে আলু, পেঁয়াজ ও শিল্পের কাঁচামাল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দর থেকে করাচি হয়ে গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

এর মধ্য দিয়ে স্বাধীনতার পর প্রথমবার করাচি বন্দর থেকে চট্টগ্রামে সরাসরি বাণিজ্যিক জাহাজ এলো। এর আগে পাকিস্তানের কনটেইনার পণ্য তৃতীয় দেশ হয়ে চট্টগ্রামে আনা হতো।

জাহাজটিতে আসা ৩৭০ টিইইউস (২০ ফুট এককের) কার্গোর মধ্যে করাচি বন্দর থেকে আসে ২৯৭ টিইইউএস এবং জেবেল আলী বন্দর থেকে আনা হয় ৭৩ টিইইউএস কনটেইনার।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, করাচি বন্দর থেকে আসা ২৯৭ টিইইউএস পণ্যের মধ্যে ১১৫ টিইইউএস টেক্সটাইলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল। এসব কাঁচামালের মধ্যে রয়েছে ৪৬ টিইইউএস খনিজ পদার্থ ডলোমাইট, ৩৫ টিইইউএস চুনাপাথর, ৬ টিইইউএস ম্যাগনেশিয়াম কার্বোনেট রয়েছে।

এছাড়াও রয়েছে কাঁচশিল্পের কাঁচামাল ভাঙা কাচ ১০ টিইইউএস। রপ্তানিমুখী পোশাকশিল্পের কাপড়, রংসহ নানা কাঁচামাল রয়েছে ২৮ টিইইউএস কনটেইনারে।

পাশাপাশি ১৪ টিইইউএস কনটেইনারে আনা হয়েছে ২০৩ টন আলু এবং ৪২ টিইইউএস রেফার (রেফ্রিজারেটর) কনটেইনারে আনা হয় ৬১১ টন পেঁয়াজ। একটি কনটেইনারে আসে গাড়ির যন্ত্রাংশ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, চট্টগ্রাম বন্দর আইএসপিএস কোড মেনে চলা একটি আন্তর্জাতিক বন্দর। আমদানিকারকরা এলসির মাধ্যমে পণ্যের চালান জাহাজে করে বন্দরে আনেন। স্ক্যানিংসহ কাস্টমস হাউসের নিয়মকানুন মেনে পণ্য খালাস নেবেন তারা। করাচি থেকে আসা পণ্যের ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে