ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
Sharenews24

বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

২০২৪ নভেম্বর ০৬ ২০:১৭:৩৬
বিশ্বজুড়ে যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : তৃতীয়বার লড়ে দ্বিতীয়বার হোয়াইট হাউস নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কিছুটা আগেই উৎসবমঞ্চে দিয়েছেন ভাষণ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সমর্থকদের প্রতি। বলেছেন, তিনি যুদ্ধ চান না।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে বলছে, ট্রাম্প তার বিজয় ভাষণে বলেছেন, ‘আমি যুদ্ধ শুরু নয়, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ ছিল না।

এই মুহূর্তে বিশ্বে আলোচিত যুদ্ধ ইস্যু ফিলিস্তিন-ইসরায়েল, ইসরায়েল-লেবানন-ইরান, ইউক্রেন-রাশিয়া খুবই আলোচিত। এ ছাড়া অনেক দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে।

এমন সময় ট্রাম্প কোথায় যুদ্ধ বন্ধ করবেন, নাকি সবগুলো বন্ধে উদ্যোগ নেবেন, তা সুস্পষ্ট করেননি।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে