ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

শেষ মুহূর্তের জনমতে ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা

২০২৪ নভেম্বর ০২ ২২:৫৩:২৯
শেষ মুহূর্তের জনমতে ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে শেষ মুহূর্তের জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস।

আজ শনিবার (০২ নভেম্বর) সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে, ফাইভথার্টিএইটের সর্বশেষ জরিপে দেখা গেছে, হ্যারিস ট্রাম্পের চেয়ে ১.২০ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, কমলা মোট ভোটারের ৪৮ শতাংশের ও ট্রাম্প মোট ভোটারের ৪৬.৮০ শতাংশের সমর্থন পেয়েছেন। গড়ে কমলা ট্রাম্পের চেয়ে সামান্য এগিয়ে রয়েছেন।

অন্যদিকে, সিএনএন ও এসএসআরএসের নতুন এক জরিপে যুক্তরাষ্ট্রের সাতটি দোদুল্যমান অঙ্গরাজ্যের মধ্যে দুটির বিষয়ে জানানো হয়েছে।

জনমত জরিপে দেখা গেছে, মিশিগান অঙ্গরাজ্যে কমলা ট্রাম্পের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে রয়েছেন। আর উইসকনসিনে ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে রয়েছেন কমলা।

আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। তবে আগাম ভোটগ্রহণ শুরু হয়েছে গত রোববার থেকে।

গতকাল শুক্রবার পর্যন্ত দেশটির প্রায় ৬ কোটি ভোটদাতা তাদের ভোট দানের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যেই এগিয়ে থাকার ‘সুখবর’ পেলেন কমলা।

এবিসি নিউজ-ইপসোস, নিউইয়র্ক টাইমস-সিয়েনা কলেজ ও সিএনএনের জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের চেয়ে ১৯ বা তারও বেশি পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছেন কমলা।

দেশটিতে ভোট দেওয়ার যোগ্য নাগরিকের সংখ্যা ২৩ কোটির বেশি। এবারের নির্বাচনে নিবন্ধিত ভোটারের সংখ্যা প্রায় ১৬ কোটি।

তবে ইতিহাস বলছে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ও ট্রাম্পকে পেছনে ফেলে দিয়েছিলেন তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টন। কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্পই বাজিমাত করেছিলেন।

প্রসঙ্গত, আমেরিকার ৫০টি প্রদেশের প্রতিটিতেই নিজস্ব ভোটিং পদ্ধতি রয়েছে। পোস্টের মাধ্যমে ব্যালট সংগ্রহ ও পোলিং স্টেশনে সশরীরে গিয়ে আগাম নির্বাচনের দিন ভোটদানের ব্যবস্থা রয়েছে বিভিন্ন প্রদেশে। কোনো কোনো প্রদেশে একসঙ্গে তিনটি পদ্ধতিই প্রচলিত।

এবারের ভোটে ‘নির্ণায়ক’ সাতটি প্রদেশের মধ্যে ছয়টিতে কমলা এগিয়ে রয়েছেন বলেও আগাম ভোটপর্বের সমীক্ষায় দাবি করা হয়েছে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে