ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

যমুনা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ

২০২৪ অক্টোবর ২৯ ১৬:৩১:৩৯
যমুনা ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ

নিজস্ব প্রতিবেদক : যমুনা ব্যাংক পিএলসি’র নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রবিন রাজন সাখাওয়াত।

সোমবার (২৮ অক্টোবর) ব্যাংকটির ৪৫৩তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে রবিন রাজন সাখাওয়াতকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।

২০০৯ সালে তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্টের গ্যোথে ইউনিভার্সিটি থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ফিরে তিনি রবিনটেক্স গ্রুপের পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। রবিনটেক্স বিশ্বব্যাপী একটি শীর্ষ নিটওয়্যার প্রস্তুতকারক এবং রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃত যা জার্মান-বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।

তিনি কম্পটেক্স (বাংলাদেশ) লিমিটেড এবং জার্মান-বাংলা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

এনবিআর তাকে ২০২১-২২ অর্থবছরে, তরুণ করদাতা বিভাগে (৪০ বছরের নিচে) ৫ম সর্বোচ্চ করদাতা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এছাড়াও তিনি ব্যাংকিং, লজিস্টিকস এবং প্রোপার্টি মার্কেটের মতো বিভিন্ন শিল্পে জড়িত।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে