ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

আবারও নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

২০২৪ অক্টোবর ২২ ১৬:৫১:১৩
আবারও নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যমূল্যের লাগাম টানতে আবারও নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক। এবার নীতি সুদহার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই নীতি সুদহার আগামী ২৭ অক্টোবর থেকে কার্যকর হবে।

এর আগে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার দশমিক ৫০ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৯.৫ শতাংশ করে। গত মাসের শেষদিকে এই সুদহার বাড়ানো হয়।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও দুই দফায় নীতি সুদহার বাড়ানো হবে বলে গত মাসেই জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমূলক মুদ্রানীতি অব্যাহত থাকবে। চলতি সপ্তাহে (গত মাসে) একবার নীতি সুদহার বাড়ানো হবে। আগামী মাসেও বাড়ানো হবে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে