ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Sharenews24

৫৫ হাজার লিটার সয়াবিন কিনবে সরকার

২০২৪ অক্টোবর ১৯ ১১:১২:৪৩
৫৫ হাজার লিটার সয়াবিন কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : সরকার ৫৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার উদ্যোগ নিয়েছে। প্রতি লিটার সয়াবিনের দাম ১৬১.৩৩ টাকা হলেও সরবরাহকারী সংস্থা সরকারের কাছে বিক্রি করবে ১৫৭.৯০ টাকায়।

জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ২০২৪-২০২৫ অর্থবছরে বার্ষিক ক্রয় পরিকল্পনায় ২৮ লাখ লিটার সয়াবিন তেল কেনার লক্ষমাত্রা রয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৭৮ হাজার লিটার ক্রয় চুক্তি হয়েছে। বাকি সয়াবিন তেল কেনার প্রক্রিয়ায় স্থানীয়ভাবে ৫৫ হাজার লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মোট চাহিদার প্রেক্ষিতে দেশে (সিটি করপোরেশন ও পৌরসভাসহ) টিসিবির ফ্যামিলি কার্ডধারী প্রায় এক কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে প্রতি মাসে ভর্তুকি মূল্যে সিসিবির পণ্য বিক্রির লক্ষ্যে এই সয়াবিন কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়ভাবে ৫৫ হাজার লিটার সয়াবিন তেল ক্রয়ের জন্য পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুসরণ করে গত ২২ সেপ্টেম্বর দুটি সংবাদপত্র এবং টিসিবি ও বিপিপিএ এর ওয়েবসাইটে দরপত্র আহ্বান করা হলে ৩টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এতে সিটি এডিবল ওয়েল লিমিটেড ২লিটারের পেট বোতলে ৫৫ হাজার লিটার সয়াবিন তেল প্রতি লিটার ১৫৭.৯০ টাকায় সরবরাহ করার ইচ্ছে প্রকাশ করে।

অন্যদিকে, বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেড প্রতি লিটার ১৬৩.২৫ টাকা এবং সোনারগাঁও সীডস ক্রাশিং মিলস লিমিটেড প্রতি লিটার ১৭২.৮৫ টাকা দর উল্লেখ করে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-১৬ (৫ক) অনুযায়ী প্রতি লিটার সয়াবিন তেলের দাপ্তরিক প্রাক্কলিত মূল্য ১৬১.৩৩ টাকা।

উল্লেখ্য, টিসিবির বাজার তথ্য অনুযায়ী গত ৮ অক্টোবর তারিখে স্থানীয় বাজারে সয়াবিন তেলের প্রতি লিটার গত খুচরা মূল্য ১৬৭.৫০ টাকা যা থেকে প্রস্তাবিত দর প্রতি লিটারে ৯.৬০ টাকা কম।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে