ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

বিদেশি নির্মাণ শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় নতুন সিস্টেম চালু

২০২৪ অক্টোবর ১৬ ১০:৫৫:৩৯
বিদেশি নির্মাণ শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় নতুন সিস্টেম চালু

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি শ্রমিকদের জন্য নতুন সিস্টেম চালু করেছে মালয়েশিয়ার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি)। যা দেশটির কনস্ট্রাকশন (নির্মাণ) খাতে বিদেশি শ্রমিকদের পরিচালনা করতে তাদের সহায়তা করবে।

এই সিস্টেমের আওতায় বিদেশি শ্রমিকরা যখন তাদের নিজ দেশে সিআইডিবি দ্বারা যাচাইকৃত নির্মাণ কাজের দক্ষতা বিষয়ক সার্টিফিকেট পাবেন, তখন তাদের একটি বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে নিবন্ধন করতে হবে।

এছাড়াও শিল্প উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই উদ্যোগের ফলে শুধুমাত্র বৈধ যোগ্যতা সম্পন্ন অভিবাসী শ্রমিকদের কনস্ট্রাকশন খাতে কাজ করার সুযোগ দেওয়া হবে।

সিআইডিবি জানিয়েছে, সিআইডিবি'র নতুন এ সিস্টেমটি বিদেশি শ্রমিকদের কল্যাণ তদারকি করতেও সহায়তা করবে। যার মধ্যে তাদের আবাসনের ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সিস্টেমটি কোম্পানি মালিকদের বিভিন্ন কর্মসংস্থান ও স্বাস্থ্য সম্পর্কিত আইন মেনে চলার দায়-দায়িত্ব তদারকি করতেও সহায়ক হবে। যাতে শ্রমিকদের সুস্থতা এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সোমবার, দেশটির কর্মসংস্থান মন্ত্রী আলেকজান্ডার নানটা লিঙ্গি বলেছেন, এই সিস্টেমটি এখনও বাধ্যতামূলক নয়, তবে তার মন্ত্রণালয় কোম্পানি মালিকরা তাদের শ্রমিকদের এই সিস্টেমে নিবন্ধন করতে খুব করে উৎসাহিত করছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে