ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Sharenews24

বসুন্ধরার সোবহানসহ পরিবারের ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত

২০২৪ অক্টোবর ০৭ ০৯:৩৮:১১
বসুন্ধরার সোবহানসহ পরিবারের ৮ জনের ব্যাংক হিসাব স্থগিত

নিজস্ব প্রতিবেদক : বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ তার পরিবারের আট সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

রোববার (০৬ অক্টোবর) বিএফআইইউ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশনা দেয়। আহমেদ আকবর সোবহান ছাড়াও যাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয় তারা হলেন- আহমেদ আকবর সোবহানের চার ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং তিন পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান।

বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে, ‘উল্লিখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ৩০ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেয়া হলো।’ এছাড়া, তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহার ৩০ দিন বন্ধ রাখারও নির্দেশনা দেয়া হয়েছে।

এস/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে