ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

গ্রিসে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৩:১৩:০৬
গ্রিসে নৌকা ডুবে ৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের অভিবাসন প্রত্যাশীদের একটা নৌকাডুবির ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির স্যামোস দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। গ্রিসের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি তুরস্ক থেকে আসছিল।

কোস্ট গার্ড জানিয়েছে, মৃতদের মধ্যে তিনজন নারী ও একজন অল্পবয়সী মেয়ে রয়েছে। পাঁচজন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এছাড়া ২৬ জন সাঁতার কেটে তীরে পৌঁছান।

নৌকাডুবির পরেই উদ্ধারকারী দল সক্রিয় হয়। জল, স্থল ও আকাশপথে খোঁজ চলতে থাকে। তখন বেশ জোরে হাওয়া চলছিল। সমুদ্র উত্তাল ছিল। ফলে উদ্ধারকাজ সহজ ছিল না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, যেখানে নৌকাডুবি হয়েছে, তার কাছের বাসিন্দারা প্রথমে তাদের বিষয়টি জানান। তারা চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন। সমুদ্র থেকে সাহায্য চেয়ে কাতর আবেদন তাদের কানে এসেছিল। তারা সঙ্গে সঙ্গে কর্মকর্তাদের বিষয়টি জানানোয়, তারা ঘটনাস্থলে চলে আসেন।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে