ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

র‍্যাবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সেপ্টেম্বর ২২ ২৩:৩১:০২
র‍্যাবের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব এর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছেন চিকিৎসক ইসরাত রফিক ঈশিতা।

২০২১ সালের জুলাই মাসে র‌্যাবের ছয় জন সদস্য তাকে গুম করে বলে ওই অভিযোগে উল্লেখ করেন তিনি।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়, ডাক্তার ইসরাত রফিক ঈশিতাকে ২০২১ সালের ২৮ জুলাই তার কাফরুলের বাসা থেকে র‍্যাব সদস্যরা ধরে নিয়ে যায়।

পাঁচ দিন গুম রাখার পর ১ আগস্ট তাকে র‍্যাব মিডিয়ার সামনে উপস্থাপন করে।‌ ২ আগস্ট তাকে তিনটি মামলাসহ আদালতে উপস্থাপন করে।

আর ওই পাঁচদিন তার ওপর অমানুষিক নির্যাতন করা হয়। ভুয়া ডাক্তার হিসাবে উপস্থাপন করা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, এই চিকিৎসক ইউএসএ–এর একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছিলেন। ময়মনসিংহের কমিউনিটি বেইজড হাসপাতালের ডাক্তার ছিলেন তিনি। তিনি গুমের অভিযোগ দিয়েছেন। এটা পর্যালোচনা করে দেখবো, এখানে বিচার্য হবে কি না।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

গত ১৮ জুলাই উত্তরার আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের সামনে গুলিতে নিহত ডাক্তার সজীব সরকারের পিতা হালিম সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ জমা দেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে