ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিল

২০২৫ জানুয়ারি ২৪ ১৭:১২:৩৯
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিল

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের বেতন স্কেল উন্নীত করার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন ‘যমুনা’ অভিমুখে মিছিল শুরু করেছেন। আজ (২৪ জানুয়ারি, ২০২৫) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। শিক্ষকদের দাবির মধ্যে প্রধান দাবী হলো সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড বেতন স্কেল চালু করা।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে তাদের আন্দোলন শুরু হয়। দেশের বিভিন্ন জেলা থেকে প্রাথমিক সহকারী শিক্ষকেরা সমাবেশে যোগ দেন। শিক্ষকরা অভিযোগ করেন, তাদের বর্তমান ১৩তম গ্রেড বেতন স্কেল অত্যন্ত অযৌক্তিক এবং তা তাদের মর্যাদাহানিকর। তারা দাবি করেন, দশম গ্রেড বাস্তবায়ন করা হলে বেসিক বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে ১৬ হাজার টাকা হবে, যা তাদের জন্য সুষ্ঠু মূল্যায়ন হবে।

শিক্ষকরা ঘোষণা দেন, যদি দুপুর ২টার মধ্যে সরকারের পক্ষ থেকে তাদের দাবির প্রতি কোনো সাড়া না আসে, তবে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন। সমাবেশ থেকে তারা নিজেদের অধিকারের জন্য আপস না করার দৃঢ় সিদ্ধান্ত নেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে