ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

গুজব নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল

২০২৫ জানুয়ারি ২৪ ১৭:০১:১১
গুজব নিয়ে মুখ খুললেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: গুজব নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেশ ছেড়ে যাওয়ার গুজব ছড়ানো হয়েছিল। এসব গুজবের মধ্যে আসিফ নজরুলসহ কয়েকজনের নামও ছিল।

এ ব্যাপারে আসিফ নজরুল শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, “পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে। এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি, নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।”

এ পোস্টের মাধ্যমে তিনি গুজবকে অস্বীকার করে তার এবং তার সহকর্মীদের বর্তমান অবস্থান জানিয়ে দিয়েছেন, এবং জনগণকে এসব মিথ্যাচারে বিশ্বাস না করতে আহ্বান জানান।

এর মাধ্যমে আসিফ নজরুল তার ও অন্যান্য সরকারের উপদেষ্টাদের নিরাপত্তা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত করেছেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে