ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

আজ হাসপাতাল থেকে ছেলের বাসায় ফিরছেন খালেদা জিয়া

২০২৫ জানুয়ারি ২৪ ১৫:২৫:২৪
আজ হাসপাতাল থেকে ছেলের বাসায় ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তিনি প্রায় ১৭ দিন ধরে সেখানে চিকিৎসা নিচ্ছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হাসপাতাল থেকেমুক্তি পেয়ে, আজ (২৪ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় তাকে তার ছেলে তারেক রহমানের বাসায় নেওয়া হবে।

তার ব্যক্তিগত চিকিৎসক, ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো, তবে তার লিভার প্রতিস্থাপন সংক্রান্ত সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এজন্য তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে। তার চিকিৎসা লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। তার চিকিৎসার জন্য ৮ জানুয়ারি ২০২৫ লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

এছাড়া, খালেদা জিয়া ২০২৩ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরের দিন (৬ আগস্ট) এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার স্থায়ী মুক্তির আদেশ দেন।

কেএইচ/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে