ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইউনূস

২০২৪ সেপ্টেম্বর ২২ ০৮:৫১:৫০
বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ইউনূস

নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঢাকার একটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হলেও পার্শ্ববর্তী দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হচ্ছে না ড. মুহাম্মদ ইউনূসের

তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের দ্বিপক্ষীয় বৈঠক হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্বীকারও করেছেন, ভারতের সঙ্গে টানাপড়েন চলছে। জয়শঙ্করের সঙ্গে বৈঠকে দুদেশের টানাপড়েন কাটিয়ে উঠতে চেষ্টা করা হবে।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই বাংলাদেশ-ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কোনো বৈঠক হতে যাচ্ছে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের যোগদান উপলক্ষে শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, ওই অধিবেশনে যোগ দিতে ড. ইউনূস ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে