ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

জাতিসংঘে বাংলাদেশ: ৫০ বছর পূর্তির মধ্যমণি অধ্যাপক ড. ইউনূস

২০২৪ সেপ্টেম্বর ২০ ২২:০৮:৫৮
জাতিসংঘে বাংলাদেশ: ৫০ বছর পূর্তির মধ্যমণি অধ্যাপক ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করেছিল। সদস্য হওয়ার ৫০ বছরপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করছে। ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত এই অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদে উপস্থিত হওয়া সব দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশ মিশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

নিউইর্কস্থ বাংলাদেশ মিশন আশা করছে ৫০টি দেশের সরকারপ্রধান বা তাদের প্রতিনিধিরা এই ঐতিহাসিক অনুষ্ঠানে যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই অনুষ্ঠানে যোগ দেবেন সেটা নিশ্চিত।

জাতিসংঘে বাংলাদেশ আয়োজিত কোনো অনুষ্ঠানে এত বেশি সরকারপ্রধান বা তাদের প্রতিনিধি অতীতে যোগ দেননি। অনুষ্ঠানের মধ্যমণি থাকবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

কুটনৈতিক মিশন সূত্রে জানা গেছে, জাতিসংঘে অবস্থানকালে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড. ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে ২৪ সেপ্টেম্বর বিকালে নিউইয়র্ক পৌঁছাবেন প্রধান উপদেষ্টা। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২৭ সেপ্টেম্বর বক্তৃতা করবেন।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ; সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এছাড়া, প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসাবে ২০ জনের একটি প্রতিনিধিদল যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এতো অল্পসংখ্যক প্রতিনিধিদল নিয়ে কোনো সরকারপ্রধান জাতিসংঘে যাননি।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য ১৫০ থেকে ২০০ জনের বিশাল বহর নিয়ে গেছেন। যাদের মধ্যে ছিলেন আওয়ামী ঘরোনার রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য পেশার লোকজন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে