ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

চাকরিতে অবৈধভাবে কোটা সুবিধা নেয়ায় কর্মকর্তা বরখাস্ত

২০২৪ সেপ্টেম্বর ০৭ ২১:৫২:২০
চাকরিতে অবৈধভাবে কোটা সুবিধা নেয়ায় কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক: সরকার বিতর্কিত আইএএস অফিসার পূজা খেদকারকে প্রশাসনিক সেবা (আইএএস) থেকে বরখাস্ত করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

এনডিটিভি জানিয়েছে, এক মাস আগে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) পূজা খেদকারের নির্বাচন বাতিল করেছিল এবং তাকে আজীবন সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণে নিষিদ্ধ ঘোষণা করেছিল।

পূজা খেদকারের বিরুদ্ধে ওবিসি (অন্যান্য অনগ্রসর শ্রেণি) এবং প্রতিবন্ধী কোটার সুবিধা অবৈধভাবে গ্রহণের অভিযোগ আনা হয়েছে। তিনি নিজের পরিচয় জালিয়াতি করে একাধিকবার সিভিল সার্ভিস পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ার পর, উইপিএসসি তার নির্বাচন বাতিল করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে আইএএস স্ক্রিনিং প্রক্রিয়ায় উত্তীর্ণ ১৫ হাজার প্রার্থীর তথ্য বিশ্লেষণের পর, শুধুমাত্র পূজা খেদকারের ক্ষেত্রেই সিএসই (সিভিল সার্ভিস এক্সামিনেশন) নিয়মের চেয়ে বেশি সুযোগ গ্রহণের প্রমাণ পাওয়া গেছে।

চলতি বছরের জুনে খেদকারের অনিয়মের তদন্ত শুরু হয়। এই সময় পুনের কালেক্টর সুহাস দিবাসে মহারাষ্ট্রের মুখ্য সচিব সুজাত সাওনিককে চিঠি লিখে খেদকারের অতিরিক্ত সুযোগ-সুবিধার বিষয়ে অভিযোগ জানান।

তার বিরুদ্ধে অভিযোগ করা হয়, পূজা ২ বছরের প্রশিক্ষণকালীন সময়েও গাড়ি, কর্মী এবং অফিস চেয়ে বসেন, যা তার প্রাপ্য ছিল না। এই ঘটনার পর খেদকারকে ওয়াশিমে স্থানান্তরিত করা হয়।

পরবর্তীতে পূজার আইএএস নির্বাচনের প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়। তদন্তে বেরিয়ে আসে, তিনি ওবিসি এবং প্রতিবন্ধী কোটার অধীনে শিথিল শর্তের সুবিধা নিয়েছিলেন।

প্রতিবেদনের আরো জানানো হয়, তার বাবা, একজন প্রাক্তন মহারাষ্ট্র সরকারের কর্মকর্তা এবং ৪০ কোটি টাকার সম্পত্তির মালিক। এ কারণে তিনি ওবিসি নন-ক্রিমি লেয়ারের আওতায় মোটেই পড়েন না। এছাড়া, তিনি সরকারী স্বাস্থ্যের পরীক্ষা ছাড়া প্রতিবন্ধী কোটার সুবিধা নিয়েছিলেন।

মামুন/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে