ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে ৩ ব্যাংক পেল নতুন চেয়ারম্যান

২০২৪ সেপ্টেম্বর ০১ ২১:১৫:০৫
শেয়ারবাজারে ৩ ব্যাংক পেল নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের তিন ব্যাংক এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

আজ রোববার ব্যাংকগুলোর পক্ষ থেকে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এক্সিম ব্যাংকের চেয়ারম্যান হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মো. নজরুল ইসলাম স্বপন, সোশ্যাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম আর গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন।

শুক্রবার অনুষ্ঠিত পুনর্গঠিত এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৭৪তম সভায় সর্বসম্মতিক্রমে মো. নজরুল ইসলাম স্বপনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা হয়।

গত ২৮ আগস্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫১৬তম সভায় অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হন।

এদিকে, গত ২৭ আগস্ট এক পরিপত্রের মাধ্যমে ৫ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে মোহাম্মদ নূরুল আমিনকে চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করে বাংলাদেশ ব্যাংক।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে