ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরও বেড়েছে

২০২৪ আগস্ট ৩১ ২৩:১১:১৫
ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলনের সীমা আরও বেড়েছে। নতুন সপ্তাহে যেকোনো ব্যাংকে চেকের মাধ্যমে টাকা তোলার পরিমাণ এক লাখ টাকা বাড়ালো বাংলাদেশ ব্যাংক।

রোববার (৩১ আগস্ট) থেকে নগদ টাকা তোলার সীমা ৪ লাখ থেকে বাড়িযে ৫ লাখ টাকায় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ শনিবার বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তটি সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে, সঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

এর আগে গত ৫ অগাস্ট সরকার পতনের পর ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আসে। সেদিন থেকে ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেওয়ার নির্দেশনা দেয়া হয়।

এরপর ধাপে ধাপে তা বাড়িয়ে গত সপ্তাহে ৪ লাখ টাকয় বৃদ্ধি করা হয়। চলতি সপ্তাহের নগদ টাকা তোলার পরিমাণ আরও বাড়াল কেন্দ্রীয় ব্যাংক।

অবশ্য চেকের মাধ্যমে ৫ লাখ টাকার বেশি তোলা না গেলেও ডিজিটাল লেনদেনে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে