ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫
Sharenews24

আমরা সৌদি বা আমিরাতের মতো আমদানি নির্ভর হতে পারব না: গভর্নর

২০২৪ আগস্ট ২৯ ১৬:৪২:১৫
আমরা সৌদি বা আমিরাতের মতো আমদানি নির্ভর হতে পারব না: গভর্নর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আমরা সৌদি বা আমিরাতের মতো আমদানি নির্ভর হতে পারব না। কারণ হিসেবে তিনি বলেন, আমাদের পপুলেশন অনেক বেশি।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) এক সভায় তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ব্যাংগুলো ৩৮ হাজার কোটি টাকা কৃষিঋণ বিতরণ করবে। গত অর্থবছরে এ ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা।

আহসান এইচ মনসুর বলেন, এখনো কৃষি উৎপাদনে আমরা চীনের থেকে ৪০ শতাংশ পিছিয়ে আছি, ভারতের থেকে ১০ শতাংশ এগিয়ে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রেই ঋণ খেলাপি হয়ে যায়। সব ক্ষেত্রে আইন প্রয়োগ করা যুক্তিসংগত নয়। মানবিক দিকও বিবেচনা করতে হবে। সংবেদনশীল, মানবিক ও যুক্তিসংগত হলে মওকুফ করে দিতে পারে বোর্ড।

তিনি আরও বলেন, আপনারা (বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তারা) আশা করি এসব বিষয় বিবেচনা করবেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে