ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

জিএসপি সুবিধার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র : অর্থ উপদেষ্টা

২০২৪ আগস্ট ২৫ ২২:৪১:৫৯
জিএসপি সুবিধার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র : অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেক: যুক্তরাষ্ট্রের দেয়া শর্তপূরণ হলে জিএসপি সুবিধা ফিরে পাওয়া যাবে এমন আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

আজ রোববার (২৫ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হ্যালেন লাফেভের সঙ্গে বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, শ্রমিক অধিকার নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু পর্যবেক্ষণ ছিল, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়ে দ্রুত সমাধান হবে বলে যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হ্যালেন লাফেভকে আশ্বস্ত করেছেন অর্থ উপদেষ্টা।

এর আগে ২০১৩ সালের জুনে কর্ম পরিবেশ উন্নত করার শর্ত দিয়ে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করে যুক্তরাষ্ট্র।

দেশটির বাজারে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা বা জিএসপির উপর নিষেধাজ্ঞা আরোপের এতদিন পেরিয়ে গেলেও এখনো এই সুবিধা ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ।

অন্তবর্তী সরকার গঠনের পর যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ফিরে পাওয়ার সম্ভাবনা উজ্জল হয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে