ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
Sharenews24

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

২০২৪ আগস্ট ২৩ ১০:৫২:৩২
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক : আবদুল আউয়াল মিন্টুকে চেয়ারম্যান ও মোয়াজ্জেম হোসেনকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে ন্যাশনাল ব্যাংক। বৃহস্পতিবার (২২ আগস্ট) পরিচালনা পর্ষদের ৫০৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে, গত ২০ আগস্ট বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)’-এর মাধ্যমে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ গঠন করা হয়।

আবদুল আউয়াল মিন্টু দেশের একজন শীর্ষস্থানীয় শিল্পপতি ও ব্যবসায়ী ব্যক্তিত্ব। অন্যদিকে মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের একজন নেতৃস্থানীয় এবং সফল উদ্যোক্তা। তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক এবং সাবেক চেয়ারম্যান।

হোসাফ গ্রুপ অব কোম্পানিজের প্রতিষ্ঠাতা মোয়াজ্জেম হোসেন বাংলাদেশের সেই উদ্যোক্তাদের মধ্যে একজন, যিনি দেশ ও বিদেশে তার ব্যবসা সম্প্রসারণ করেছেন। তিনি গভীর সমুদ্রে মাছ ধরার জন্য প্রথম জয়েন্ট ভেঞ্চার কোম্পানি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করেন।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে