ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

নগদে পুরোনো বোর্ড ও প্রধান নির্বাহী থাকবে না: প্রশাসক

২০২৪ আগস্ট ২২ ১৬:২১:২৩
নগদে পুরোনো বোর্ড ও প্রধান নির্বাহী থাকবে না: প্রশাসক

নিজস্ব প্রতিবেদক : ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা (এমএফএস) দেওয়া কোম্পানি নগদ-এ প্রশাসক নিয়োগের কারণে পুরোনো বোর্ড এবং প্রধান নির্বাহী থাকবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার।

বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেয়ার পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

নগদের এখনো পরিপূর্ণ লাইসেন্স নেই জানিয়ে বদিউজ্জামান বলেন, তবে আইন অনুযায়ী ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। তাই আগামী এক বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হবে।

তিনি জানান, নগদ এতদিন যেভাবে ব্যবসা করে আসছিল সেভাবেই করবে। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে। আর প্রয়োজন মনে হলে যেকোনো সময় নিরীক্ষা করা হবে।

এছাড়া কারো চাকরী যাবে না বলেও জানান প্রশাসক।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে