ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

দেশের সকল থানাকে নতুন নির্দেশনা দিল স্বরাষ্ট্রমন্ত্রণালয়

২০২৪ আগস্ট ২২ ১১:১৯:৪৪
দেশের সকল থানাকে নতুন নির্দেশনা দিল স্বরাষ্ট্রমন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের দুর্বার আন্দোলনের পর দেশের থানাগুলো থেকে পুলিশ সরে যায়। পরে ফিরে আসলেও সবাই ফিরেনি বলে অভিযোগ রয়েছে।

এমন অবস্থায় দেশের থানাগুলোকে মামলা, সাধারণ ডায়েরি (জিডি) ও এফআইআর দ্রুত নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে তদন্তে বিলম্ব না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখা থেকে এই সংক্রান্ত পরিপত্র জারি হয়েছে।

পরিপত্রটি পুলিশ অধিদফতর, পুলিশ মহাপরিদর্শক, সব মেট্রোপলিটন ও ডিআইজি রেঞ্জের পুলিশ কমিশনার এবং সব পুলিশ সুপারদের বিতরণ করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, সংবাদ মাধ্যম ও নানাভাবে থানায় অভিযোগ গ্রহণে বিলম্বের খবর পাওয়া যাচ্ছে। আবার অনেক থানায় জিডি, এফআইআর ও মামলা গ্রহণে অসম্মতির খবর পাওয়া যাচ্ছে।

পরিপত্রে আরও বলা হয়, জিডি, এফআইআর এবং মামলা গ্রহণে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে