ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

এফবিসিসিআই পর্ষদকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

২০২৪ আগস্ট ২১ ১৭:৫৬:০৭
এফবিসিসিআই পর্ষদকে পদত্যাগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি, সহসভাপতি ও পরিচালকদের পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার আল্টি‌মেটাম দিয়েছেন ফেডারেশনের সাধারণ সদস্যদের একাংশ।

বুধবার (২১ আগস্ট) রাজধানীর ম‌তি‌ঝিলে এফবিসিসিআইয়ের কার্যালয়ের সাম‌নে ফেডারেশনের সাধারণ পরিষদের ব্যানারে মানববন্ধন ক‌রে এই দাবি জানান ব্যবসায়ীরা।

মানববন্ধনকারীরা জানান, এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দি‌তে অন্তর্বর্তী সরকারের কা‌ছে দা‌বি জানিয়েছেন তারা।

মানববন্ধনের সমন্বয়কারী আবুল কাশেম হায়দার বলেন, এফবিসিসিআইয়ের বর্তমান পর্ষদকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। এই সময়ের মধ্যে তারা পদত্যাগ না করলে পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান তিনি।

আবুল কাশেম হায়দার বলেন, এফবিসিসিআইকে রাজনৈতিক ইউনিট বানিয়ে ফেলা হয়েছে। সাধারণ সদস্যরা কথা বলতে পারেন না। নেতারা সরকারকে খুশি করতে ১৫ টাকার গ্যাসের ইউনিট ৩০ টাকা করার কথা বলেন। সে কারণে শিল্পকারখানা রুগ্ন হয়ে পড়েছে।

তিনি বলেন, এস আলমদের লুটপাটের কারণে ব্যাংক খাত ধুঁকছে। অথচ ব্যবসায়ীরা ঋণ পাচ্ছেন না। পেলেও ১৫ থেকে ১৬ শতাংশ সুদ দিতে হচ্ছে। লুটপাটের কারণেই সুদের হার এতটা বেড়েছে।

তারিক/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে