ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা সারজিস আলমের

২০২৪ আগস্ট ২০ ২৩:৪৭:৩৯
অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভুলক্রটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখবে ছাত্র সমাজ।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর জাতীয় অর্থোপেকিডস ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আন্দোলনে আহত ১৪০ জনের শারীরিক অবস্থা দেখার পর একথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, ‘যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা তাদের চাপের মধ্যে রেখেছিলাম। একইভাবে অন্তর্বর্তী সরকারকেও চাপের মধ্যে রাখব। তাদের যে কাজগুলো করা উচিত সেগুলো না করলে আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। সেসব কাজ বাস্তবায়নে চাপ প্রয়োগ করব।’

সারজিস আলম অভিযোগ করেন আন্দোলনে আহতরা এখনো পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না। তিনি বলেন, লাল ফিতার দৌরাত্ম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আহত ছাত্রদের সরকারি সহায়তায় বিলম্ব হচ্ছে। তিনি বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। সহায়তার ক্ষেত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে। তারা কোনো টাকায় হাত দেবে না।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে