ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি চায় কেন্দ্রীয় ব্যাংক

২০২৪ আগস্ট ১৫ ২২:১০:২১
আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি চায় কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : দেশের ব্যাংক খাতে দ্বৈত শাসন পরিহার করা ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর লক্ষে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিলুপ্তি চায় বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিল।

পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করতে গভর্নর পদকে সাংবিধানিক পদে অন্তর্ভুক্তি করে মন্ত্রী পদমর্যাদা দেওয়া, ডেপুটি গভর্নর পদ নিয়মিত পদ দিয়ে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়াসহ বিভিন্ন দাবি জানানো হয়।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ, যেমন সুদহার, বিনিময় হার, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান ইত্যাদি প্রক্রিয়া রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রভাবমুক্ত রাখার দাবি করেছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ব্যাংক অফিসার্স কাউন্সিলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরা হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলের সাধারণ সম্পাদক এ কে এম মাসুম বিল্লাহ ও ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ।

বিগত সময়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের যেসব সুবিধা বাতিল বা হ্রাস করা হয়েছে, তা পুনর্বহালের দাবিও করেছে অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল।

এছাড়া অন্তর্মুখী প্রবাসী আয়ের প্রবাহ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বিদেশের বাংলাদেশ মিশন বা দূতাবাসগুলোয় ব্যাংকিং এটাচি পদ সৃষ্টিপূর্বক কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের পদায়নের দাবি জানানো হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে