ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
Sharenews24

বাংলাদেশে সহিংসতা নিরসনে ভারতের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র

২০২৪ আগস্ট ১৫ ১১:৩১:২০
বাংলাদেশে সহিংসতা নিরসনে ভারতের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে সহিংসতা ও চলমান পরিস্থিতি নিয়ে ভারত ও এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে সহিংসতার অবসানে ভারতের সাথে সম্মিলিতভাবে কাজ করবে যুক্তরাষ্ট্র।

বুধবার (১৪ আগস্ট) এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল এই তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন এবং দেশটির সাম্প্রতিক পরিস্থিতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ নিয়ে তাকে প্রশ্ন করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এই বিষয়ে আমি ব্যক্তিগত কিংবা কূটনৈতিক আলোচনায় যাচ্ছি না। তবে আমরা বাংলাদেশে সহিংসতার অবসান, জবাবদিহিতা এবং আইনের শাসনের জন্য চাপ অব্যাহত রাখছি।’

হোয়াইটি হাউসের এই মুখপাত্র আরও বলেন, ‘বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে আলোচনা করার জন্য আমরা ভারতের পাশাপাশি এই অঞ্চলের অন্যান্য দেশের সাথেও যোগাযোগ করছি।’

অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকেই দেশের জনগণকে শান্ত থাকার এবং সাম্প্রতিক সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। সম্মেলনে বেদান্ত প্যাটেল প্রধান উপদেষ্টা আহ্বানকেও স্বাগত জানান।

বেদান্ত প্যাটেল বলেন, ‘আমরা নিরাপত্তা পুনরুদ্ধার এবং সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের সুরক্ষায় নতুন সরকারের লক্ষ্যকে স্বাগত জানাই।’

মিজান/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে