ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

কবে খুলবে প্রাথমিক বিদ্যালয়, যা বললেন উপদেষ্টা

২০২৪ আগস্ট ১২ ১৪:৪৮:৩০
কবে খুলবে প্রাথমিক বিদ্যালয়, যা বললেন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে।

সোমবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘ছাত্র ও জনগণের যে বৈষম্যহীন সমাজের যে দাবি তা বাস্তবায়নে কাজ করবে সরকার। প্রাথমিক শিক্ষা যে কোনো দেশে জাতির জন্য ভিত স্বরূপ। দুঃখজনক আমাদের দেশে যেভাবে গুরুত্ব পাওয়া উচিত তা পায় না। এ বিষয়টি আমরা গুরুত্ব দেবো।

তিনি বলেন, অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, স্বাক্ষরতার হার বেড়েছে কিন্তু প্রয়োজন মানোন্নয়ন করা। মানবসম্পদকে উন্নত করতে চাই। প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে তা কথা বলে ঠিক করা হবে। অস্থিরতা স্বাভাবিক না হলে অভিভাবকরাও পাঠাতে চাইবেনা, তাই তা ঠিক করে সিদ্ধান্ত নেওয়া হবে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে