ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

হামাসপ্রধান ইসমাইল হানিয়াহ নিহত

২০২৪ জুলাই ৩১ ১২:০০:৪৫
হামাসপ্রধান ইসমাইল হানিয়াহ নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া হত্যাকান্ডের শিকার হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে নিজ বাসভবনে তাকে হত্যা করা হয়েছে।

ইরানের রেভল্যুশনারি গার্ডস জানিয়েছে, হানিয়া এবং তার এক দেহরক্ষীকে তার বাসভবনে হত্যা করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসমাইল হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে বলে জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির আরও জানায়, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন। তবে তিনি কীভাবে নিহত হয়েছেন, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।

হামাস জানিয়েছে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে বিশ্বাসঘাতক ইহুদিবাদী হামলায় নিহত হয়েছেন তিনি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে