ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

দেউলিয়া হওয়ার পথে যুক্তরাষ্ট্র : ইলন মাস্ক

২০২৪ জুলাই ২৯ ০০:১৩:৫৬
দেউলিয়া হওয়ার পথে যুক্তরাষ্ট্র : ইলন মাস্ক

নিজস্ব প্রতিবেদক : টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক বলেছেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র দেউলিয়া হওয়ার পথে রয়েছে।

ইয়াহু ফাইন্যান্সের খবরে বলা হয়, দেশটির জাতীয় ঋণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইলন মাস্ক এই মন্তব্য করেন।

সম্প্রতি মার্কিন অর্থনীতিবিদ পিটার সেন্ট অনজ এক বিশ্লেষণে জানান, গত জুন মাসে মার্কিন নাগরিকদের দেয়া মোট আয়করের ৭৬ শতাংশ ঋণের সুদ পরিশোধে ব্যয় করেছে বাইডেন প্রশাসন।

অর্থ্যাৎ চারভাগের তিনভাগই গেছে সুদ পরিশোধে। এক্সে প্রকাশিত সেই বিশ্লেষণের ভিডিও শেয়ার করে এই আশঙ্কার কথা জানান ইলন মাস্ক।

রকারি তথ্য বিশ্লেষণ করে পিটার অনজ বলেন, জুন মাসে মার্কিন সরকার ১৮ হাজার ৫০০ কোটি ডলার আয়কর সংগ্রহ করেছে। একইসময়ে ১৪ হাজার কোটি ডলার ঋণের সুদ বাবদ ব্যয় করা হয়েছে।

পিটার অনজ বলেন, বার্ষিক হিসাবে এক বছরে যুক্তরাষ্ট্রের সুদ ব্যয় বেড়েছে ৮ শতাংশ। সুদ পরিশোধের ব্যয় এই গতিতে বাড়তে থাকলে আগামী ৬-৯ মাসের মধ্যে ফেডারেল সরকারের আয়করের চেয়ে বেশি সুদ পরিশোধ করতে হবে।

সামগ্রিক হিসাব করে এই অর্থনীতিবিদ দেখিয়েছেন, গত এক বছরে মার্কিন সরকার কেবল সুদ পরিশোধ করেছে ৮৬৮ বিলিয়ন বা ৮৬ হাজার ৮০০ কোটি ডলার।

আগামী বছরে মার্কিন সরকারের সুদ ১ লাখ ১৪ হাজার কোটি ডলারে উন্নীত হতে পারে বলেও পূর্বাভাস দেন তিনি।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে