ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
Sharenews24

কোটাবিরোধী আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা

২০২৪ জুলাই ১৬ ১৭:০০:৩৪
কোটাবিরোধী আন্দোলনকারীদের উদ্দেশে হুঁশিয়ারি বার্তা

নিজস্ব প্রতিবেদক : সরকারি চাকুরীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন সরকারের শীর্ষ পর্যায়ের দুই মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘কোটা আন্দোলন নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে জনদুর্ভোগ, ধ্বংস, ভাঙচুর বা রক্তপাতের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে কাজ সেটা করবে।’

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সময় মতো যথাযথ অ্যাকশন নেওয়া হবে।’

সরকারের প্রভাবশালী এই মন্ত্রী মঙ্গলবার পৃথক দুই জায়গায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি বার্তা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সচিবালয়ে নিজ অফিসে বলেন, ছাত্ররা কারো শেখানো বুলি বলছে। এগুলো তাদের নিজেদের বুলি নয়। তারা ভুল করছে। আমি মনে করি, আদালতে এসে তারা তাদের দাবি বলুক।

তিনি বলেন, শিক্ষার্থীরা ভুল করছে। আন্দোলন পরিহার করে, তারা যেন ফিরে আসে। শিক্ষার্থীরা যেন ধ্বংসাত্মক কার্যক্রমে লিপ্ত না হয়।

অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, আন্দোলনের নামে জনগণের কোনো প্রকার দুর্ভোগ সরকার কোনোভাবেই মেনে নেবে না। আন্দোলনের নামে মুক্তিযোদ্ধাদের কোনো প্রকার অবমাননা আমরা বেঁচে থাকতে হতে দেব না।

ওবায়দুল কাদের বলেন, ধৈর্য ধরা মানে দুর্বলতা না।আজ আমরা জোর করে চড়াও হলে আপনারা কী প্রশ্ন করতেন? সময় মতো সব কিছু দেখবেন। যথাযথ অ্যাকশন নেওয়া হবে।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে