ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অতিথিরা পেলেন দুই কোটি টাকা মূল্যের সোনার ঘড়ি

২০২৪ জুলাই ১৫ ১০:৪৭:৩৬
অতিথিরা পেলেন দুই কোটি টাকা মূল্যের সোনার ঘড়ি

নিজস্ব প্রতিবেদক : এই শতাব্দীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠান ছিল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। তাদের বিয়েতে খরচ হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা।

বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত ও বিশ্বের অনেক বিখ্যাত ব্যক্তিত্ব। আম্বানি পরিবার অতিথিদের স্বাগত জানাতে কোনো কসরত রাখেনি। এমনকি অতিথিদের নামি-দামি উপহারও দেওয়া হয়েছে।

যারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদের অনেককে ২ কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই।

অনন্ত নিজেও হাতঘড়ি পছন্দ করেন। তার সবসময় পরা ঘড়ির দাম ৩০ কোটি। এবার বন্ধুদেরও ঘড়ি উপহার দিলেন তিনি।

জানা যাচ্ছে, সেই প্রতিটি ঘড়ির মূল্য ২ কোটি টাকা। ‘অডেমারস পিগুয়েটের’ ব্র্যান্ডের ঘড়ি উপহার পেয়েছেন তারকারা। ঘড়িগুলো একটি ৪১ মিলিমিটার ১৮ ক্যারেটের গোলাপিরঙা সোনার কেসে আছে। যা ৯.৫ মিলিমিটার পুরু।

ঘড়িগুলোর গ্র্যান্ডে ট্যাপিসেরি প্যাটার্নসহ গোলাপি সোনার ডায়াল আছে। ঘড়িতে আরও আছে গোলাপি সোনার আওয়ার মার্কার, রয়্যাল ওক হ্যান্ডের মতো বৈশিষ্ট্য।

অডেমারস পিগুয়েটেরের ঘড়িগুলো গোলাপিরঙা সোনার টোনযুক্ত ইন্টারনাল বেজেল ও দারুণ ক্যালিবারসহ ৫১৩৪ সেলফ-ওয়াইন্ডিং মুভমেন্টের মতো বৈশিষ্ট্য আছে।

প্রসঙ্গত, কয়েক মাস ধরেই খবরের শিরোনাম রয়েছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ে। চলতি মাসের ১২ জুলাই তাদের বিয়ে হয় এবং এরপর ১৩ জুলাই শুভ আশীর্বাদ অনুষ্ঠান হয়। এর আগে জামনগরে ও ইতালিতে দুটো প্রি-ওয়েডিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আম্বানি পরিবারের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিল গেটস থেকে মার্ক জুকারবার্গের মতো ব্যবসা এবং বাণিজ্য জগতের অনেক বড় ব্যক্তিকেও অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেছে।

আলোচিত এই বিয়েতে দেখা গেছে হলিউড ও বলিউডের বহু স্টারকে।

মিজান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে