ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক

২০২৪ জুলাই ০৫ ১৪:৪১:২৪
পরাজয় স্বীকার করে যা বললেন ঋষি সুনাক

আন্তর্জাতিক ডেস্ক : কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক পরাজয় নিয়ে লেবার পার্টির প্রধান কেইর স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার (০৫ জুলাই) নিজের নির্বাচনী আসনে দেয়া এক ভাষণে তিনি বলেন, শান্তিপুর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।

তিনি বলেন, নির্বাচনে লেবার পার্টি জিতেছে। আমি স্যার কেইর স্টারমারকে তার এই বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছি।

কনজারভেটিভ পার্টির এই নেতা বলেন, ক্ষমতা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে হস্তান্তর করা হবে। ব্রিটিশ জনগণ আমাদের বিরুদ্ধে নির্মম এক রায় দিয়েছে। আমার দলের পরিশ্রমী ও সৎ প্রার্থীদের হারের দায় আমি নিচ্ছি।

তবে, এই ফল থেকে তাদের দলের অনেক কিছু শেখার রয়েছে বলেও জানান তিনি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে