ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, তিন দোকানে জরিমানা

২০২৪ জুলাই ০১ ১২:২১:৪৭
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, তিন দোকানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরে তিন ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৩০ জুন) শহরের মুজিব সড়কের বেশ কয়েকটি ফার্মেসিতে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে তিনটি ফার্মেসিকে এ জরিমানা করা হয়।

অভিযানে তিনটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকা, ভেজাল ওষুধ বিক্রি, এন্টিবায়োটিক ওষুধের রেজিস্টার না মানাসহ বেশ কয়েকটি অপরাধের প্রমাণ পায় আদালত।

জানা গেছে, বারাক মডেল ফার্মেসিকে ১০ হাজার, বিশ্বাস ফার্মেসিকে দুই হাজার এবং কাজী মেডিকেলকে দুই হাজারসহ মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওষুধের মেয়াদ শেষ হওয়ার একমাস আগেই সেসব ওষুধ ফার্মেসি থেকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু ওই তিনটি ফার্মেসিতে নিয়ম মানা হয়নি।

১৯৮২ সালের ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশের বিভিন্ন ধারায় এসব জরিমানা আদায় করা হয় বলে জানান তিনি।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে