ঢাকা, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
Sharenews24

নতুন প্রজন্মের কাছে আ.লীগের ইতিহাস তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী

২০২৪ জুন ২৮ ১৭:৫১:৫৩
নতুন প্রজন্মের কাছে আ.লীগের ইতিহাস তুলে ধরতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত জানিয়েছেন, আওয়ামী লীগ তার রাজনীতির নানা ছবির মাধ্যমে ইতিহাস তুলের ধরার চেষ্টা করছে।

শুক্রবার (২৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে হবে।

তিনি বলেন, দেশের জেলা-উপজেলা পর্যায়েও সংবাদ চিত্র প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নগরী গড়ে তোলার চেষ্টায় নানা উদ্যোগ নেয়ারও কথা জানান তিনি৷

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে