ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

পাকিস্তানে তীব্র তাপপ্রবাহ, ছয় দিনে পাঁচ শতাধিক মৃত্যু

২০২৪ জুন ২৭ ১২:২৭:৪৫
পাকিস্তানে তীব্র তাপপ্রবাহ, ছয় দিনে পাঁচ শতাধিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে প্রচণ্ড গরমে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। দেশটির দ্য ইদ অ্যাম্বুলেন্স সার্ভিস বিবিসিকে বলেছে, তাদের করাচির মর্গে প্রতিদিন ৩০ থেকে ৪০টি লাশ নিয়ে যেতে হয়।

বিবিসি জানায়, গত ছয় দিনে ৫৬৮ জনের মরদেহ সংগ্রহ করেছে দ্য ইদি অ্যাম্বুলেন্স সার্ভিস। এর মধ্যে শুধু মঙ্গলবারই ১৪১ জনের মরদেহ মর্গে নিয়েছে তারা।

করাচির তাপমাত্রা যখন ৪০ ডিগ্রি পেরিয়ে যায়, তখন অতিরিক্ত আর্দ্রতার কারণে ৪৯ ডিগ্রির মতো অনুভূত হয়। এই সময়ে মৃতের সংখ্যা বাড়তে থাকে বলে জানা গেছে। অবশ্য প্রত্যেকের মৃত্যুর কারণ ঠিক কী তা এখনই বলা যাচ্ছে না।

করাচি সিভিল হাসপাতাল জানিয়েছে, গত রোববার থেকে বুধবার পর্যন্ত সময়ের মধ্যে ২৬৭ জন মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া গরমে অসুস্থ হয়ে আরও অনেকে চিকিৎসা নিচ্ছেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান সারওয়ার শেখ জানান, এরই মধ্যে হিটস্ট্রোকে ১২ জন মারা গেছেন। হাসপাতালে যারা আসছেন, তাদের বেশিরভাগই ৬০ থেকে ৭০ বছর বয়সী। যারা হাসপাতালে আসছেন তাদের বমি, ডায়রিয়া ও তীব্র জ্বরের উপসর্গ রয়েছে বলে জানান তিনি।

পাকিস্তানে এই উচ্চ তাপমাত্রা গত সপ্তাহান্তে শুরু হয়। একজন আবহাওয়াবিদ একে ‘আংশিক তাপপ্রবাহ’ হিসাবে বর্ণনা করেছেন।

এদিকে উচ্চ তাপমাত্রা পরিস্থিতি মানিয়ে নিতে করাচির বাসিন্দারা কার্যত লড়াই করছে। নিয়মিত লোডশেডিংয়ের ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।

অপরদিকে জনসাধারণকে স্বস্তি দিতে বিভিন্ন স্থানে তাপপ্রবাহ কেন্দ্র এবং ক্যাম্প স্থাপন করাচি কর্তৃপক্ষ। তবে শুধু করাচিই নয়, পাকিস্তানের অন্যান্য অঞ্চলের বাসিন্দারাও তীব্র তাপপ্রবাহের সঙ্গে লড়াই করছে।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে