ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি যুবরাজ

২০২৪ জুন ১৯ ১১:১৫:১৭
বিশ্ব নেতাদের সামনে গাজা ইস্যুতে যা বললেন সৌদি যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধের পর থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান খুব কমই কথা বলেছেন। তার নীরবতা নিয়ে মুসলিম দেশগুলোতে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।

এবার তিনি ফিলিস্তিনি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপাবলিক নিউজ এজেন্সির (ইরনা) খবর

প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মদ বিন সালমান গাজা উপত্যকায় ইহুদিদের আগ্রাসন বন্ধ করতে এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

জানা যায়, সোমবার (১৭ জুন) মিনা প্রাসাদে রাষ্ট্রীয় অতিথি বিভিন্ন ইসলামি দেশের রাজনৈতিক নেতা ও প্রতিনিধি দলের প্রধানদের বার্ষিক হজ সংবর্ধনা অনুষ্ঠানে বিন সালমান এই আহ্বান জানান।

এ সময় সৌদি যুবরাজ গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রস্তাব বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া দেন।

তারিক/

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে