ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

২০২৪ জুন ১৩ ১২:৪৭:৪৩
৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার ৩০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

জানা গেছে, এই নিষেধাজ্ঞার আওতায় চীন, দুবাই, তুরস্ক ও দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত রাশিয়ান ব্যক্তি ও প্রতিষ্ঠানও রয়েছে।

এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, মার্কিন ট্রেজারি সেক্রেটারি জ্যানেট ইয়েলেন জানান, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হচ্ছে রাশিয়াকে যুদ্ধের জন্য রসদ সংগ্রহ করা থেকে বিরত রাখা।

আমরা বিদেশি প্রযুক্তি, যন্ত্রপাতি, সফটওয়্যার ব্যবহার থেকে রাশিয়াকে বিরত রাখার চেষ্টা করছি। তাৎক্ষণিক সুবিধার জন্য রাশিয়া তাদের ভবিষ্যতকে বন্ধক রাখার পরিকল্পনা করছে, যা প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর।

এর বিপরীতে উচিত জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে রাশিয়ার সর্ববৃহৎ ক্যাপিটাল মার্কেট মস্কো এক্সচেঞ্জ, দুবাইয়ে অবস্থিত রেড কোস্ট মেটাল ট্রেডিং এবং চীনা দুটি কোম্পানি।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সাথে সম্পর্ক জোরদার করলেও রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে চীন সরকার।

নতুন নীতি অনুযায়ী নিষেধাজ্ঞার আওতায় থাকা প্রতিষ্ঠানের সাথে ব্যবসা করে এমন বিদেশি প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরপ করবে যুক্তরাষ্ট্র।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে