ঢাকা, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
Sharenews24

কুয়েতে আগুনে প্রবাসীর মৃত্যু বেড়ে ৪৯

২০২৪ জুন ১৩ ১০:০৫:৩৮
কুয়েতে আগুনে প্রবাসীর মৃত্যু বেড়ে ৪৯

নিজস্ব প্রতিবেদক : কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৫০ জন। নিহতদের মধ্যে ৪০ জনই ভারতের।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছয় তলার ভবনটিতে অবস্থিত একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে একটি কোম্পানির ১৯৫ প্রবাসী কর্মী বাস করতেন।

কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে থাকা বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশিরভাগ মৃত্যু হয়।

উল্লেখ্য, কুয়েতের মোট জনসংখ্যার ২১ শতাংশই ভারতীয়। সেখানে প্রায় ১০ লাখ ভারতীয় বাস করে। আগুনের ঘটনায় ভারতীয় ছাড়াও পাকিস্তান, ফিলিপাইন, মিশর ও নেপালের নাগরিকের মৃত্যু হয়েছে। এদিকে, কুয়েতের অগ্নিকান্ডের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর বাসভবনে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক সভা করেছেন। যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

এই সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা তিনি জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে