ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাইডেনপুত্রের বিচারে মন গলেনি মার্কিন ভোটারদের

২০২৪ জুন ১৩ ০৯:৪০:১৯
বাইডেনপুত্রের বিচারে মন গলেনি মার্কিন ভোটারদের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে বেশিরভাগ আমেরিকান ভোটার মনে করেন মার্কিন নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন ডেমোক্রেটিক পার্টির জো বাইডেন।

দুই দিনের রয়টার্সের এই জরিপে অংশ নেওয়া ৬৭ শতাংশ আমেরিকান মনে করেন হান্টার বাইডেন ন্যায্য বিচার পেয়েছেন। ৮০ শতাংশ ভোটার বলেছেন যে এটি প্রথমবারের মতো একজন মার্কিন রাষ্ট্রপতির ছেলেকে অভিযুক্ত করা হবে। যা বাইডেনের পক্ষে তাদের ভোটকে প্রভাবিত করবে না।

গত মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হন। রয়টার্সের জরিপে অংশ নেওয়া ৬১ শতাংশ আমেরিকান মনে করেন নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না।

ডেমোক্রেটিক বা রিপাবলিকান দলগুলোকে সমর্থন করে না এমন পাঁচজনের মধ্যে চারজন বলেছেন হান্টার বাইডেনের বিচার ভোটে প্রভাব ফেলবে না। আর সেই পাঁচজনের মধ্যে তিনজন মনে করেন ট্রাম্পের বিচার ভোটে কোনো প্রভাব ফেলবে না।

জরিপ করা ১৬ শতাংশ আমেরিকান বলেছেন যে হান্টার বাইডেনের অভিশংসন বাইডেনের পক্ষে কম ভোটের দিকে নিয়ে যাবে। আর চার শতাংশ মনে করেন বাইডেন একই কারণে বেশি ভোট পাবেন।

এছাড়াও, জরিপে অংশগ্রহণকারীদের ২৪ শতাংশ মনে করেন যে ঘুষের মামলার কারণে ট্রাম্প কম ভোট পাবেন। অন্যদিকে, ১৪ শতাংশ আমেরিকান মনে করেন যে ট্রাম্প এর কারণে বেশি ভোট পাবেন।

বিভিন্ন প্রাক-নির্বাচনী জরিপে ইতিমধ্যেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজ্যে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আগামী জুলাইয়ে তার মামলার বিচার হতে পারে। তবে বাইডেনের শাস্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।

জরিপ করা ৫৭ শতাংশ আমেরিকান মনে করেন হান্টারকে জেলে যাওয়া উচিত। আর ৪৬ শতাংশ আমেরিকান চায় ট্রাম্পকে কারাগারে পাঠানো হোক।

শেয়ারনিউজ, ১৩ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে