ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
Sharenews24

বড় ভূমিকম্পে ঢাকায় দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

২০২৪ জুন ১২ ১২:১৭:৫৮
বড় ভূমিকম্পে ঢাকায় দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক : রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক পরিচালিত এক গবেষণায় আশঙ্কা করা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে শক্তিশালী ভূমিকম্প হলে ঢাকার সাড়ে আট লাখের বেশি ভবন ভেঙে পড়তে পারে, যা মোট ভবনের প্রায় ৪০ শতাংশ। এতে সরাসরি মারা যেতে পারে অন্তত দুই লাখের বেশি মানুষ। আহত হতে পারে তিন লাখের বেশি। আর্থিক ক্ষতির পরিমাণ ২৪ হাজার মিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

এই আশঙ্কার সঙ্গে একমত এখাতের বিশেষজ্ঞরাও। তাঁরা বলছেন, ঝুঁকি ও প্রাণহানি কমাতে ভূমিকম্প-পরবর্তী উদ্ধারকাজের চেয়ে আগেই ভূমিকম্প সহনশীলতা তৈরির দিকে যেতে হবে। জরুরি ভিত্তিতে ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে মজবুতীকরণ (রেট্রোফিটিং) করতে হবে। ইমারত নির্মাণ বিধিমালা মেনে নতুন ভবন নির্মাণ করতে হবে।

এমন আশঙ্কা নিয়ে আজ ১২ জুন ভূমিকম্প সচেতনতা দিবস পালন করা হচ্ছে। ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট : রাজউক অংশ’-এর প্রকল্প পরিচালক এবং রাজউকের প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন) আবদুল লতিফ হেলালী বলেন, “আমরা আরবান রেজিলিয়েন্স প্রকল্প দিয়ে ঢাকায় কাজ শুরু করেছি। প্রকল্পটি জুনে শেষ হয়ে যাচ্ছে। প্রকল্পের প্রথম পর্যায়ের সুফল পেতে দ্বিতীয় পর্যায় হওয়া দরকার।

তিনি বলেন, এই প্রকল্পকে আমরা ‘আরবান সেফটি ও রেজিলিয়েন্স ইনস্টিটিউট’ নামে একটি ইনস্টিটিউট বানাতে চাচ্ছি এখানে আধুনিক গবেষণাগার থাকবে। আমরা চাচ্ছি, স্বাধীন ও স্বনির্ভর ইনস্টিটিউট। এর মাধ্যমে আমরা সারা দেশে কাজ করব।”

শেয়ারনিউজ. ১২ জুন ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে