ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার ঋষি সুনাকের

২০২৪ জুন ১১ ২২:২৩:২৯
অভিবাসীদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার ঋষি সুনাকের

আন্তর্জাতিক ডেক্স : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক আসন্ন নির্বাচনের জন্য কনজারভেটিভ পার্টির ইশতেহার প্রকাশ করেছেন । এতে তিনি যুক্তরাজ্যে নিট অভিবাসন অর্ধেক করার প্রতিশ্রুতি দেন।

আজ মঙ্গলবার (১১ জুন) সিলভারস্টোন মাঠে তিনি এই অঙ্গীকার করে বলেন, লেবার পার্টির কাছে এ প্রশ্নের কোনো উত্তর নেই। গত সপ্তাহে আমরা দেখেছি যে স্টারমার আপনাকে বলতে পারেনি যখন লোকেরা অবৈধভাবে দেশে আসে তখন তিনি কী করবেন। কারণ তিনি এটাকে কোনো সমস্যা মনে করেন না।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ব্রেক্সিটের কারণে এখন সীমান্তের নিয়ন্ত্রণ আমাদের হাতে। তবে গত কয়েক বছরে অভিবাসীর সংখ্যা বেড়েছে। এটা কমানোর জন্য আমাদের সুস্পষ্ট পরিকল্পনা আছে বলে জানান সুনাক।

তিনি বলেন, সম্প্রতি আমরা বেশ কিছু পরিবর্তন ঘোষণা করেছি। এর মানে হল যে ৩ লাখ লোক যারা যুক্তরাজ্যে আসতে আগ্রহী তারা আর উপযুক্ত বলে বিবেচিত হবে না। আমরা অভিবাসীদের সংখ্যা সীমিত করব। যার অর্থ সংসদে আপনার নির্বাচিত প্রতিনিধিরা ভোট দেবেন প্রতি বছর কত লোক দেশে আসতে পারে।

সুনাক বলেন, আমাদের পরিকল্পনা হল, আমরা অভিবাসীদের সংখ্যা অর্ধেকে কমিয়ে দেব। মুদ্রাস্ফীতিও অর্ধেকে আনা হবে। এরপর প্রতি বছর তা কমতে থাকবে।

সুনাকের অঙ্গীকার অনুসারে, নেট মাইগ্রেশন অর্ধেক হলেও তা প্রতি বছর ৩ লাখ ৪০ হাজারে থাকবে। যা হবে ২০১৯-এর চেয়েও বেশি। যুক্তরাজ্যের পরিসংখ্যান কার্যালয় (ওএনএস)-এর তথ্য অনুসারে, ওই বছর যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা ছিল ১ লাখ ৮৪ হাজার।

২০২৭ সালের মধ্যে সামগ্রিকভাবে জাতীয় বীমা অর্ধেক করার অঙ্গীকারও করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। কারণ এটা তাদের উপার্জিত টাকা। কোথায় খরচ করবেন তা সিদ্ধান্ত নেওয়ার অধিকার আপনার থাকা উচিত।

তিনি আরও বলেন, আমরা শ্রমিক, অভিভাবক ও পেনশনভোগীদের জন্য কর কমিয়ে দিচ্ছি। আমরা মার্গারেট থ্যাচার এবং নাইজেল লসনের দল। আমরা লেবার পার্টির মতো নই, আমরা মানি লন্ডারিংয়ে বিশ্বাস করি।

শেয়ারনিউজ, ১১ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে