ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

টয়লেটে বসেই অনলাইন বৈঠকে সাবেক মেয়র (ভিডিও)

২০২৪ জুন ১০ ২০:৩৪:০৮
টয়লেটে বসেই অনলাইন বৈঠকে সাবেক মেয়র (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ভুলক্রমে টয়লেটে বসা অবস্থায় একটি অনলাইন বৈঠকে যুক্ত হয়ে গিয়েছিলেন ব্রাজিলের রিও ডি জেনিরোর তিনবারের প্রাক্তন মেয়র সিজার মাইয়া। গত বুধবার এমনই অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট তাঁদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ওইদিন জুমে কাউন্সিল মেম্বারদের একটি বৈঠক চলছিল। তখন ভুল করে সেই জুম বৈঠকে তিনি লগইন করে যুক্ত হয়ে যান। তবে সঙ্গে সঙ্গে নিজের ভুলটি বুঝতে পারেন তিনি।

কিন্তু এর আগেই বৈঠকে যুক্ত হওয়া অন্যান্যরা দেখতে পান সাবেক এই মেয়র টয়লেটে বসে আছেন। এরপর তিনি তাড়াহুড়া করে মোবাইলের ক্যামেরাটি নিজের মুখের দিকে নিয়ে যান।

এ ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

এতে দেখা যাচ্ছে, ওই অনলাইন বৈঠকটি সঞ্চালনা করছিলেন পাবলো মেল্লো। তিনিও ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান। এরপর তিনি সাবেক মেয়রকে তার ক্যামেরা বন্ধ করে দিতে বলেন।

এদিকে রিও ডি জেনিরোর মারিনতে দা রাচিনহাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে এই অনলাইন সভার আয়োজন করা হয়।

টয়লেটে বসেই অনলাইন বৈঠকে সাবেক মেয়র (ভিডিও)

এই ঘটনায় পরবর্তীতে সাবেক মেয়রের অফিস থেকে একটি বিবৃতিতে দেওয়া হয়।

এতে বলা হয় ৭৮ বছর বয়সী সিজার মাইয়া অস্বস্তি অনুভব করছিলেন এবং ক্যামেরার মাধ্যমে এটি প্রতিফলিত হয়েছে।

শেয়ারনিউজ, ১০ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে