ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি

২০২৪ জুন ০৯ ২০:১৮:৫৮
তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি।

আজ রোববার (০৯ জুন) ভারতের দিল্লিতে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবনে শপথ নেন তিনি। নরেন্দ্র মোদিকে শপথবাক্য পাঠ করান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মাধ্যমে টানা তিন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এর আগে এই কীর্তি মাত্র একজনের। তিনি কংগ্রেস নেতা জওহরলাল নেহেরু। নরেন্দ্র মোদির (৭৩) শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভা নির্বাচনে এনডি জোটের বিজয়ী প্রার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বিক্রমাসিংহে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, মরিশাসের প্রধানমন্ত্রী।

এর মাধ্যমে প্রথমবারের মতো ভারত সফরে আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এ ছাড়া মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৭টি রাজ্যের প্রধান, বলিউড তারকা শাহরুখ খান, অক্ষয় কুমার ও অনিল কাপুর।

আরও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেও। এছাড়া ছিলেন গৌতম আদানি, মুকেশ আম্বানি ও রজনীকান্ত। মিডিয়া ইন্ডিয়া টুডে বলছে, শপথগ্রহণ অনুষ্ঠানে আট হাজার অতিথি উপস্থিত ছিলেন।

মোদির পাশাপাশি তাঁর মন্ত্রিসভার কয়েকজন সদস্যও শপথ নেন। শপথ নেওয়ার মধ্য দিয়ে ভারতের শাসনভার চলে যাচ্ছে মোদির হাতে। যদিও বিজেপি এবার একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

ভোটের সাত ধাপের দেড় মাসেরও বেশি সময় পরে, ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, মোদিকে জোট সরকার গঠন করতে হয়। অংশীদারদের সাহায্য।

এই নির্বাচনে বিজেপি এককভাবে ২৪০0টি আসন জিতেছে। আর এনডিএ জোটে ২৯২টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেস একাই জিতেছে ৯৯টি আসন। আর ভারত জোটে ২৩২টি আসন পেয়েছে।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে